একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেই ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে বিপ্লব রাজ্যে সংগঠন তৈরি এবং প্রসারে নজর দিয়েছে দল। ইতিমধ্যেই নতুন রাজ্য কমিটি গড়ে ত্রিপুরার পুরভোটে কোমর বেঁধে নামতে চলেছে তারা। এরই মধ্যে জানা গেল শীঘ্রই ত্রিপুরা সফরে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, পুরভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবারই আগরতলার এক হোটেলে পুরভোটের প্রস্তুতি নিয়ে ডাকা হয়েছে স্টিয়ারিং কমিটির বৈঠক। গত ৮ অক্টোবর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় দলের নেতাদের নিয়ে একটি বৈঠক করেন৷ সেখানেও মূল অ্যাজেন্ডা ছিল পুরভোট। এবার নিজেও ফের ত্রিপুরায় আসবেন অভিষেক। জানা গিয়েছে, আগামী ৪ নভেম্বর নিষেধাজ্ঞা উঠলেই ত্রিপুরা সফর করবেন তিনি।