গত বছর মে মাসেই বুকে ব্যথা নিয়ে দিল্লীর এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। এবারও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। তিনি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে শনিবার এইমস-এর তরফে জানানো হয়েছে। এ-ও জানানো হয়েছে, মনমোহনের অবস্থার উন্নতি হচ্ছে। জ্বর হওয়ার পর দুর্বল বোধ করায় বুধবার সন্ধ্যায় ৮৯ বছর বয়সি কংগ্রেস নেতাকে ভর্তি করানো হয় এইমস-এ।
শনিবার এমস-এর এক কর্তা বলেন, ‘মনমোহন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর রক্তে অণুচক্রিকার সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’এইমস-এর কার্ডিও-নিউরো সেন্টারে হৃদ্রোগ বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসা চলছে মনমোহনের।