ম্যাচের প্রথমার্ধে ৩৮ মিনিটে সিমবই হাওকিপের করা গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। ডানদিক থেকে ভেসে আশা ক্রসে হেড করে গোল করেন হাওকিপ। ৮৪ মিনিটে ব্যবধান কমায় ভাস্কো। ৮৭ মিনিটে তরুণ ফুটবলার সিদ্ধান্ত শিরোকদারের করা গোলে ব্যবধান বাড়ায় এসসি ইস্টবেঙ্গল।
প্রথম প্রস্তুতি ম্যাচে জিতল এসসি ইস্টবেঙ্গল। ভাস্কো স্পোর্টস ক্লাবকে ৩-১ গোলে হারাল তারা। গোয়ায় প্রস্তুতি শুরু করার পর এটাই ছিল এসসি ইস্টবেঙ্গলের প্রথম প্রস্তুতি ম্যাচ। শনিবার সকালে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সালগওকরের মুখোমুখি হবে লাল-হলুদ ক্লাব।