সপ্তমীর সকালে যখন গোটা রাজ্যে উৎসবের মেজাজ, সেই সময়ে নবান্নের ১৪ তলায় আগুন লাগার খবর পাওয়া গেল। কালো ধোঁয়া বের হতে দেখা যায় নবান্নের ছাদ থেকে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। তবে নবান্নে উপস্থিত দমকল কর্মীরাই কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভায়।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, নবান্নের ১৪ তলার ওপরে একটি বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ার রয়েছে। সেখান শট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে নবান্নে কর্মরত দমকল কর্মীরা তা নিভিয়ে ফেলেন। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে রাজ্য প্রশাসনের সদর দফতরে কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল তার জন্য ডিজি ফায়ার এবং পূর্ত দপ্তরের সচিবকে ফায়ার অডিট করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।
নবান্নের ১৫ তলায় পিচ চট বসানোর পাশাপাশি মোবাইল টাওয়ারের কাজও চলছিল। কিছু ডিটিএইচ লাগাবার জন্য সেখানে লোক জন ছিলেন। ১১.৫৩টা নাগাদ শর্ট সার্কিট হয় মোবাইলের টাওয়ারে। এর পরেই ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আগুন লেগে যাওয়ায় আতঙ্ক তৈরি হলেও আগুন ধরেনি, শুধু ধোঁয়া বেরিয়েছিল বলে জানা গেছে।
শনিবার থেকে নবান্নের কর্মীদের পুজোর ছুটি পড়ে গেলেও যেহেতু কন্ট্রোল রুম খোলা হয়েছে, তাই প্রত্যেকদিনই নবান্নে যাচ্ছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দিবেদী। আজ মঙ্গলবারও সকালে নবান্নে পৌঁছে যান তিনি। আধিকারিকদের সঙ্গে আলোচনা চলাকালীন এই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা যায়। সঙ্গে সঙ্গে নবান্নে মোতায়েন থাকা দমকলের ২ টি ইঞ্জিন পৌঁছে যায়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন তাঁরা।