এর আগে ভিন্ন সুর গেয়ে প্রতিবাদী কৃষকদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, কৃষকরাই আমাদের রক্ত, মাংস। মর্যাদা সহকারে ওদের সঙ্গে ফের আলোচনায় বসা উচিত আমাদের। ওদের কষ্ট, বেদনা, দৃষ্টিভঙ্গি বোঝা, সহমতে পৌঁছতে ওদের সঙ্গে কাজ করা দরকার। এবার ফের বেসুরো পিলিভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধী। লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় সরব হতে দেখা গেল তাঁকে। তিনিই প্রথম বিজেপি সাংসদ যিনি দাবি করলেন, লখিমপুর খেরির প্রতিবাদী কৃষকদের ওপর দিয়ে একটি গাড়ি চলে যাওয়ার স্পষ্ট ছবি দেখা যাচ্ছে যে ভিডিয়োতে, সেটি পুলিশ তদন্তের ব্যাপারে খতিয়ে দেখুক।
কৃষকদের দাবি, গাড়িটি এক বিজেপি নেতার। কৃষকদের গাড়ি চাপা দিয়ে চলে যাওয়া লোকজনের গ্রেফতারি চেয়েছেন বরুণ। গাড়ি চাপা দেওয়ার ছবি ‘যে কোনও লোকের আত্মা, বিবেককে কাঁপিয়ে দিতে’ যথেষ্ট, বলেছেন তিনি। উল্লেখ্য, গতকালই বরুণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে লখিমপুরের রবিবারের হিংসার সিবিআই তদন্ত দাবি করেন। সেদিনের হিংসায় ৯ জন মারা গিয়েছেন। মৃতদের পরিবারপিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণও বরুণের দাবি। আজ সকালে টুইটে বরুণ লেখেন, ঘটনার সময় যারা সেই গাড়ি চালাচ্ছিল, যারা গাড়ির ভিতরে ছিল, তাদের সবাইকেই রাজ্য পুলিশের গ্রেফতার করা প্রয়োজন।