দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ফের বন্যা পরিস্থিতি। আর এতেই ডিভিসি-র বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বন্যাকে ‘ম্যানমেড’ আখ্যা দিয়ে বললেন, ‘রাত ৩ টের সময় না জানিয়ে জল ছাড়ছে’। খাল এবং বাঁধ সংস্কার না করার জন্য ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামিকালই আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন তিনি৷ সূত্রের খবর, পুরুলিয়া, বাকুঁড়া, হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখবেন পশ্চিম বর্ধমানের আসানসোলের বিভিন্ন বন্যা কবলিত এলাকাও। একইসঙ্গে ঝাড়খণ্ড ও বিহার সরকারের উদ্দেশ্যে তোপ দেগে মমতা বলেন, ‘ঝাড়খন্ড, বিহারে বন্যা হলে আমাদের সামাল দিতে হচ্ছে।’ ডিভিসি, পাঞ্চেৎ, মাইথন তেনুঘাটে বাঁধ কর্তৃপক্ষ ড্রেজিং করেনি বলে অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘পরশুদিন রাতে ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হয়েছে৷ আসানসোলে ৩৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ রাত তিনটের সময় আমাদের না জানিয়েই জল ছেড়ে দিয়েছে ডিভিসি৷ ফলে গোটা আসানসোল ডুবে গিয়েছিল৷ ঝাড়খণ্ড, বিহারে বৃষ্টি হলে আমাদের ভুগতে হচ্ছে৷ ওরা বাঁধ, খালগুলো পরিষ্কার করলে আরও জল ধরে রাখতে পারত৷ বার বার প্রতিবাদ করেও কাজ হচ্ছে না৷’ হতাশ মুখ্যমন্ত্রী বলেন, ‘বৃষ্টির জন্য বন্যা হলে বুঝতাম৷ কিন্তু বন্যা হচ্ছে জল ছাড়ার জন্য৷ এটা ম্যান মেড ফ্লাড৷’