কোভিড অতিমারীর কারণে গত মরসুমে কলকাতা লিগ, ডুরান্ড কাপ হয়নি। আই লিগ কলকাতায় হলেও দর্শকদের ঢোকার অনুমতি ছিল না। এ মরসুমে খেলা চালু হলেও ডুরান্ড কাপে এসসি ইস্টবেঙ্গল বা এটিকে মোহনবাগানের কেউই অংশগ্রহণ করেনি। তবে এই দুই প্রধানের বাইরে ময়দানের তৃতীয় শক্তি মহমেডানকে ঘিরে দর্শকদের উন্মাদনা ফের চোখে পড়ছে। শুক্রবার ময়দানের সাদা-কালো তাঁবুতে সমর্থকদের ভিড় ছিল লক্ষ্যণীয়। রবিবার ডুরান্ড ফাইনালের আগে টিকিটের চাহিদা মেটাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন মহমেডান কর্তারা।
চলছে আইপিএল। রবিবার ডুরান্ড ফাইনালের দিনে দুপুরে বিরাট কোহলিরা খেলবেন। রাতে নামবে কেকেআর। তবুও বাঙালি মেতে রয়েছে ফুটবলেই। যুবভারতীতে খেলা দেখার অনুমতি পেয়েই ছুটে আসছেন প্রচুর মানুষ। সেমিফাইনালে ২৫ হাজার দর্শক এসেছিলেন মহমেডানের খেলা দেখতে। এ বার ফাইনালে মহমেডান বনাম এফসি গোয়া ম্যাচ দেখতে আসবেন প্রায় ৩৪ হাজার দর্শক। সেনা কর্তারাও এমনটাই অনুমান করছেন। শুধু মহমেডান নয়, দলে দলে ইস্টবেঙ্গল বা মোহনবাগান সমর্থকরাও ভিড় করছেন যুবভারতীতে।