মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবছর আর নামা হল না অর্জুন তেন্ডুলকরের। চোটের জন্য পুরো মরসুম থেকেই ছিটকে গেলেন তিনি। শচীন-পুত্রের জায়গায় দলে এলেন সিমরজিৎ সিংহ। প্রসঙ্গত, এবারের আইপিএলের নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে অর্জুনকে কিনেছিল মুম্বই। তবে এখনও একটা ম্যাচেও মুম্বইয়ের জার্সি গায়ে নামতে দেখা যায়নি তাঁকে।
নেটমাধ্যমে বিবৃতি দিয়ে বুধবারই অর্জুনের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করল মুম্বই। বিবৃতিতে বলা হয়েছে, “আইপিএলের বাকি ম্যাচ গুলির জন্য অর্জুনের জায়গায় সিমরজিৎকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। নিভৃতবাস কাটিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন ডান হাতি এই মিডিয়াম পেসার।”