আসানসোলের উন্নয়নের জন্য প্রতি বছর সাংসদ তহবিলে মোট ৫ কোটি টাকা করে বরাদ্দ থাকে। তার মধ্যে আগেই ৩ কোটি ৮৮ লক্ষ টাকা মঞ্জুর করে দিয়েছিলেন তিনি। এবার সাংসদ পদ ছাড়ার আগেই চলতি আর্থিক বছরের বাকি পড়ে থাকা ২ কোটি ২০ লক্ষ টাকাও মঞ্জুর করে দিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল নেতা জানিয়েছেন, পুরোটাই আসানসোলের বিস্তীর্ণ এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ। তিনি আশা প্রকাশ করেছেন, জেলাপ্রশাসন এই কাজগুলি আসানসোল পুরনিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করাবেন। তিনি বলেন, জেলাশাসকের সঙ্গে এই নিয়ে তিনি কথা বলে নেবেন।
জানা গিয়েছে, আসানসোল উত্তর, কুলটি, জামুড়িয়া, পাণ্ডবেশ্বর ও সালানপুরে ব্লকের জন্য হাইমাস্ট লাইট, শ্মশান ও সমাধি ক্ষেত্রের উন্নয়ন, পাকা রাস্তা ও নর্দমার জন্য তিনি অর্থ বরাদ্দ করেছেন। মোট ১৫টি উন্নয়নের কাজ হবে ওই দু’কোটি টাকায়। এর মধ্যে সব থেকে বেশি বরাদ্দ হয়েছে কুলটি বিধানসভার জন্য। এই কাজগুলি চলতি বছরের মার্চের মধ্যে শেষ করে ফেলতে হবে।
সূত্রের খবর, আগামী ২৬ তারিখ ইস্তফা দেবেন বাবুল। তারপর তিনি সাংসদ থাকবেন না। উন্নয়নের কাজ যেন থেমে না যায় তার জন্য ইস্তাফা দেওয়ার আগেই এই অর্থবরাদ্দ করে দিলেন। বাবুলের কথায়, ‘আমার কাছে আসানসোল খুব কাছের ও ভালবাসার জায়গা। আগামীদিনেও যেখানেই থাকবেন আসানসোলের জন্য যতটা সম্ভব তার থেকেও বেশিই করবেন।’
এই পোস্টের পর অবশ্য নানারকমভাবে ট্রোলের মুখে পড়তে হয় বাবুলকে। তবে কমেন্ট বক্সেই সরাসরি সেই সমস্ত ট্রোলের জবাব দিয়েছেন তিনি। সমালোচকদের তাঁর প্রশ্ন, ‘কোথায় ছিলেন যখন একের পর এক কয়লা মাফিয়াদের দলে নেওয়া হচ্ছিল? কেন প্রতিবাদ করেননি? তিনি যে দুর্নীতিমুক্ত তা বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যই বলেছেন। তাই নির্ভয়ে জবাব দিলাম। মানুষের টাকার হিসেব মানুষকেই দিলাম।’