শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মদন মিত্র। মদন এক সময় যুব তৃণমূলের দায়িত্বে ছিলেন। মদনের পরে রাজ্যের পরিবহণ দফতর সামলেছেন শুভেন্দুও। কিন্তু রাজনৈতিক ভাবে তাঁদের এখন অনেক যোজন দূরত্ব।
সেই শুভেন্দুর উদ্দেশ্যে তোপ দেগে মদন বলেন, ‘শুভেন্দু, তুই আমার ছোট ভাই। ডোন্ট বি সো প্রাউড অ্যাবাউট ইওর জেনিথ পোজিশন। আই হ্যাভ সিন দ্যা স্টারস ফলিং। ইতনা ঘমান্ডি মাত হো আপনি বুলন্দি পর, ম্যায় নে সিতারোঁকো গিরতে হুয়ে দেখা।’
অর্জুন সিংকে একহাত নিয়ে বলেন, ‘ক’দিন আগে কলেজ স্ট্রিট গিয়েছিলাম মহাভারত কিনতে। কিন্তু ওঁরা বললেন, মহাভারত বিক্রি করা বন্ধ হয়ে গিয়েছে। আমি কারণ জানতে চাইলাম। বললেন, অর্জুনের নাম আছে বলে অনেকে আপত্তি করেছেন, বলছেন সিং কেটে অর্জুন লিখতে হবে। অর্জুনের জন্য মহাভারত বিক্রি বন্ধ হয়ে গিয়েছে।’
এখানেই না থেমে মদন তাঁর নিজের অবস্থান সম্পর্কেও জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি শুভেন্দু আর অর্জুনকে বলব, আমি তোদের মতো সুপারস্টার নই, মেগাস্টারও নই, কিন্তু আমিও টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার।