হিন্দী দিবসে হিন্দীভাষীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে এই নিয়ে একটি টুইট করেন তিনি। হিন্দী ভাষার বিকাশে যাঁদের অবদান আছে তাঁদেকেও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মমতা।
এদিন টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘হিন্দী দিবস উপলক্ষে সকল দেশবাসী এবং হিন্দি ভাষার বিকাশে যাঁদের অবদান আছে, সেই সকল ভাষাবিদকে শুভেচ্ছা’।
মুখ্যমন্ত্রী নিজে যে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ছেন, সেই ভবানীপুরে প্রচুর হিন্দীভাষীর বাস। হিন্দিভাষীদের ভোটকে টার্গেট করেই সম্ভবত প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি। পাল্টা মুখ্যমন্ত্রীও বাড়তি গুরুত্ব দিচ্ছেন হিন্দীভাষীদের। চলতি সপ্তাহেই দলের হিন্দীভাষী কর্মীদের সঙ্গে আলাদা করে বৈঠকেরও কর্মসূচি রয়েছে তাঁর।
যদিও হিন্দি দিবসে মুখ্যমন্ত্রীর টুইট সম্পূর্ণই অরাজনৈতিক। আসলে, নিজের ভাষা বাংলাকে প্রাধান্য দিলেও অন্যান্য ভাষার প্রতি বরাবরই শ্রদ্ধাশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এখন হিন্দী আগ্রাসন নিয়ে যতই আলোচনা হোক, মুখ্যমন্ত্রী কিন্তু হিন্দী ভাষার প্রতি বরাবরই সম্মান প্রদর্শন করে আসছেন। ব্যতিক্রম হয়নি এবারও।