মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি। গত রবিবার উত্তরপ্রদেশের রামপুরে পুলিশের কাছে এমনই অভিযোগ করেছিলেন বিজেপি নেতা আকাশ কুমার সাক্সেনা। এবার সেই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন রাজ্যপালের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করল পুলিশ।
সোমবার পুলিশ সূত্রে জানা যায়, সাক্সেনা অভিযোগ করেছেন, সম্প্রতি সমাজবাদী পার্টির নেতা আজম খানের বাড়িতে গিয়েছিলেন কুরেশি। তিনি আজম খানের স্ত্রী তাজিন ফতিমার সঙ্গে দেখা করেন। এর পরেই প্রাক্তন রাজ্যপাল যোগীর সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। তিনি নাকি ওই সরকারের সঙ্গে রক্তচোষা পিশাচের তুলনা করেছিলেন।
সাক্সেনার বক্তব্য, ‘কুরেশির ওই মন্তব্য দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এর ফলে সমাজে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।’ কুরেশির মন্তব্য বিভিন্ন নিউজ চ্যানেলে সম্প্রচার করা হয়। সেই মন্তব্য রেকর্ড করেছিলেন সাক্সেনা। এক পেন ড্রাইভে সেই রেকর্ড করা বক্তব্য পুলিশের হাতে তুলে দিয়েছেন বিজেপি নেতা।
কুরেশির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ (ধর্ম বা জাতির ভিত্তিতে দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা), ১৫৩ বি (জাতীয় সংহতির বিরুদ্ধে মন্তব্য করা), ১২৪ এ (দেশদ্রোহিতা) এবং ৫০৫ (১) (বি) (মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা) ধারায় মামলা করা হয়েছে। উল্লেখ্য, ৮১ বছর বয়সী কুরেশি ২০১৪-১৫ সালে মিজোরামে রাজ্যপাল ছিলেন। এছাড়া উত্তরপ্রদেশেও তিনি কিছুকাল রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন।