আসছে করোনার তৃতীয় ঢেউ। যথারীতি বাড়ছে উদ্বেগ। জোরকদমে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। কোভিডের থার্ড ওয়েভ এলে অক্সিজেনের চাহিদা অনেকটাই বাড়বে বলে ধারণা। তা মেটাতে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। জেলার মোট পাঁচটি হাসপাতালে বিভিন্ন ক্ষমতাসম্পন্ন অক্সিজেন প্লান্ট বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে সেগুলি চালু হয়ে যাবে বলে জেলা সূত্রের খবর। বারুইপুর, ক্যানিং, মেটিয়াবুরুজ, কাকদ্বীপ এবং এম আর বাঙ্গুর হাসপাতাল এই অক্সিজেন প্লান্টগুলি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনটি জায়গায় এই কাজ শুরু হয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময়ে অক্সিজেনের চাহিদা বেড়ে গিয়েছিল। জেলায় সেভাবে সঙ্কট দেখা না দিলেও রাজ্যের কিছু কিছু জায়গায় জোগানের তুলনায় চাহিদার মাত্রা ছিল অনেকটাই বেশি। সেকথা মাথায় রেখেই জোগান বৃদ্ধির জন্য একাধিক অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়। এর মধ্যে কিছু ক্ষেত্রে প্লান্টের যন্ত্রাংশ কেন্দ্রের দেওয়ার কথা ছিল। কিন্তু তা এখনও হাতে পাওয়া যায়নি বলেই খবর।
এমন পরিস্থিতিতে তৃতীয় ঢেউয়ের প্রকোপে যাতে অক্সিজেনের সংকট না হয়, সেজন্য আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাশাসক পি উলগানাথন বলেন, নতুন করে পাঁচটি জায়গায় অক্সিজেন প্লান্ট চালু হয়ে গেলে সব মিলিয়ে জেলার আটটি জায়গা থেকে অক্সিজেনের জোগান পাওয়া যাবে। তাতে অক্সিজেনের চাহিদার মোকাবিলা করা সম্ভব হবে। জানা গিয়েছে, মেটিয়াবুরুজ, কাকদ্বীপ এবং এম আর বাঙ্গুর হাসপাতাল যে অক্সিজেন প্লান্ট বসানো হবে, তা ১৫ই সেপ্টেম্বর এবং বারুইপুর ও ক্যানিং মহকুমা হাসপাতালে অক্সিজেন প্লান্ট চালু হওয়ার কথা ১০ই সেপ্টেম্বর। এদিকে, টিকাকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়ে গোসাবা ব্লকে দিন প্রতি ২৫ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।