বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে এবার ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৬ সেপ্টেম্বর সেই উত্তরবঙ্গ সফরেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৬ সেপ্টেম্বর গিয়ে কলকাতায় ফিরবেন ৯ সেপ্টেম্বর। তিন দিনের ওই সফরে তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক। দলের বৈঠকেও থাকতে পারেন তৃণমূল নেত্রী।
প্রশাসনিক বৈঠক হবে উত্তরকন্যায়। এখান থেকেই ভার্চুয়ালি উত্তরবঙ্গের জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে কোনও কোনও এলাকাতেও যেতে পারেন তিনি।
গত ১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছিল তৃণমূলের। সেই ক্ষত মেরামত করার জন্য বিধানসভা নির্বাচনে খোদ তৃণমূল নেত্রী-সহ দলের অন্যান্য নেতারা উত্তরবঙ্গে জোরাল প্রচার করেন।
এবার বিধানসভা ভোটের ফলাফলে জঙ্গলমহলেও যেমন জমি ফিরে পেয়েছে তৃণমূল তেমনি ভালো ফল হয়েছে উত্তরবঙ্গেও। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নীরিখে বিধানসভা ভিত্তিক তৃণমূল পেয়েছিল ১৩ আসন। ২০২১ সালে তার থেকে দশটিরও বেশি আসন বাড়িয়েছে তৃণমূল। এবার ভোটে প্রচারে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গে গিয়ে এনিয়ে কিছু ঘোষণাও করতে পারেন তিনি।