একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই গেরুয়া শিবিরে শুরু হয়েছে ভাঙন৷ এমনকী বিধানসভা নির্বাচনের আগে যেমন দলে দলে শিল্পীরা যোগ দিয়েছিলেন বিজেপিতে, তেমন ভোট মিটতেই একে একে দল ছাড়ছেন টলিউড তারকারা। ইতিমধ্যেই রাজনীতি ছাড়ার ঘোষণা করে দল ছেড়েছেন তনুশ্রী চক্রবর্তী। দল ছেড়েছেন অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ও। আবার অভিনেত্রী রূপা ভট্টাচার্যও দলের বাইরে থেকেই মানুষের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন। এবার দলের অন্দরে অস্বস্তি বাড়িয়ে বিদ্রোহ ঘোষণা করলেন অভিনেত্রী রিমঝিম মিত্র।
সম্প্রতি রিমঝিম জানিয়েছেন, ‘যেখানে যোগ্য সম্মান পাবো, সেখানেই রাজনীতি করতে চাই। বন্ধুরা অনেকে তৃণমূলে গেছেন, আমাকেও এবার অন্য কিছু ভাবতে হবে। যখন কোনও দল করছি, নিশ্চয়ই তার চিন্তাধারায় বিশ্বাস করেই কাজ করছি’। কিন্তু বিজেপিতে যে তিনি বিশেষ গুরুত্ব পাচ্ছেন না, এদিন সেটাই প্রকাশ পেল তাঁর কথায়। তাঁর অভিযোগ মূলত দলের রাজ্য নেতৃত্বের দিকে। দলের গুরুত্বপূর্ণ মিটিং নিয়ে কোনওদিন তাঁকে কোনও খবর দেওয়া হয়নি। এমনটাই দাবি রিমঝিমের।
উল্লেখ্য, রাখি বন্ধন উৎসবের দিন দলের তারকা কর্মী-নেতাদের নিয়ে বৈঠক করেছিল রাজ্য বিজেপি। কিন্তু সেখানে দেখা যায়নি রিমঝিম মিত্রকে। অথচ, আশ্চর্যজনকভাবে সেদিনই তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় রিমঝিমকে। সেখানে তাঁকে এমন মন্তব্য করতে দেখা যায়। আর সেই ঘটনার পর থেকেই বিজেপি ছেড়ে রিমঝিমের তৃণমূলে যোগদানের জল্পনা শুরু হয়ে গিয়েছে।