এবার গড়বেতা থানার চন্দ্রকোনা রোডের অন্তর্গত নতুন পাড়ায় নিজের ঘর থেকেই উদ্ধার হল এক মহিলা তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ওই মৃতা তৃণমূলকর্মীর নাম কাকলি চৌধুরী। ইতিমধ্যেই তাঁর দেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় চন্দ্রকোণা বিট রোড থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।
তৃণমূলের তরফে ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, ‘আমাদের দলীয় কর্মসূচির জন্য রসকুণ্ডায় বেশ কয়েকজন কর্মী গিয়েছিলেন। তাঁদের মধ্যে মহিলাও ছিলেন। ওই দলেই ছিলেন কাকলি। সেইসময় বিজেপি আশ্রিত এক দুষ্কৃতী কাকলির বাড়িতে হামলা করে ও তাঁর নাতনীর ওপর চড়াও হয়ে অশালীন আচরণ করার চেষ্টা করে। সেইটাই দেখতে পান গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বের করে এনে মারধর করা হয়। নাতনির ওপর এই শারীরিক নির্যাতনের অপমান সঙ্গে গ্রামবাসীদের হুমকি সহ্য করতে না পেরেই আত্মঘাতী হন ওই মহিলা।’