খুব তাড়াতাড়িই আসতে পারে শিশু ও কমবয়সীদের জন্য দুটি নতুন করোনা ভ্যাকসিন। ২ বছরের শিশু থেকে ১৮ বছর বয়সীদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং ১২ বছরের উর্ধ্বে জাইডাস ক্যাডিলার জাইকভ-ডি ভ্যাকসিন চলে আসবে আর কিছুদিনের মধ্যেই। দুই ভ্যাকসিনেরই ট্রায়াল চলছে। ১২ বছরের উর্ধ্বে জাইডাস ক্যাডিলার টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে দেশজুড়ে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ট্রায়ালের রিপোর্টও বেশ আশাব্যঞ্জক।
এবিষয়ে জাইডাস ক্যাডিলার তরফে জানানো হয়েছে, প্রথম পর্বে ১২ থেকে ১৮ বছর বয়সীদের শরীরে জাইকভ-ডি টিকার ক্লিনিকাল ট্রায়াল চলছে। এই পরীক্ষার ফল সন্তোষজনক হলে ১২ বছরের নীচে বাচ্চাদের ওপরে টিকার ট্রায়াল হবে কিনা সে ব্যাপারে ভাবনাচিন্তা করা হবে। আপাতত ট্রায়ালের প্রথম পর্যায়ের রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাবজেক্ট এক্সপার্ট কমিটিতে জমা করা হয়েছে। এই রিপোর্ট খুঁটিয়ে দেখে বিশেষজ্ঞরা সবুজ সঙ্কেত দিলেই আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশের বাজারে চলে আসবে ভ্যাকসিন।
প্রসঙ্গত, জাইকভ-ডি হল প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন। এই ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করেছে সংস্থার ভ্যাকসিন টেকনোলজি সেন্টার (ভিটিসি)। ২০১০ সালে সোয়াইন ফ্লুয়ের ভ্যাকসিন তৈরি করেছিল জাইডাস ক্যাডিলা। দেশের অন্যতম বড় এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি হাম, মাম্পস, রুবেলা সহ একাধিক ভ্যাকসিন এনেছে ভারতের বাজারে। জাইকভ-ডি ভ্যাকসিন ডিএনএ প্রযুক্তিতে তৈরি হয়েছে। মূলত প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন। প্লাসমিড ডিএনএ হল ব্যাকটেরিয়ার এক্সট্রাক্রোমোজোমাল ডিএনএ। তাকেই বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে করোনার টিকা তৈরির কাজে লাগানো হয়েছে। এই প্লাসমিড ডিএনএ-র সেলফ-রেপ্লিকেশন ক্ষমতা আছে। দেহকোষে ঢুকে বিভাজিত হয়ে ভাইরাল প্রোটিনের অনুরূপ প্রোটিন তৈরি করবে। যার কারণে শরীরে বি-কোষ ও টি-কোষ সক্রিয় হয়ে উঠে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে।
ডক্টর এল কে আরোরা (ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অব ইমিউনাইজেশনের প্রধান) আগেই জানিয়েছিলেন, বাচ্চাদের ওপরে ট্রায়াল শেষ করে জাইডাস ক্যাডিলার টিকা দেশের বাজারে আসতে সেপ্টেম্বর অবধি অপেক্ষা করতে হবে। তবে ট্রায়াল যে গতিতে এগোচ্ছে, তাতে ড্রাগ কন্ট্রোলের অনুমতি পেলে আগস্টের মধ্যেই টিকা চলে আসবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে জাইডাস ক্যাডিলাকে ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতাতেও শুরু হয়েছে এই টিকার ট্রায়াল।