জল্পনা চলছিল। এবার সেই জল্পনার অবসান হতে চলেছে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। জানা গেছে, সোমবার বিকেলেই তৃণমূল ভবনে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেবেন তিনি।
যদিও এই নিয়ে মুখ খোলেননি অভিজিৎ মুখোপাধ্যায়। তবে তৃণমূল সূত্রে বলা হচ্ছে, এদিন বিকেলে তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলন আছে। সেখানেই জোড়াফুলের পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে শাসকদলে যোগ দেবেন প্রণব-পুত্র।
অভিজিতের দলবদল নিয়ে কয়েক মাস ধরেই জল্পনা চলছে। গত মাসেই তাঁর মুর্শিদাবাদের বাড়িতে গিয়েছিলেন খলিলুর রহমান, আবু তাহের খানের মতো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও সেটাকে সৌজন্য সাক্ষাৎ বলেছিলেন দু’পক্ষই।
সেই সময় অভিজিৎ বলেছিলেন, ‘বাবার মৃত্যুর সময় অনেকে আসতে পারেননি। এবার তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। সেই নিয়ে কথা হয়েছে’। কিন্তু তারপরই ২১ জুন আচমকা অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে আসেন প্রণব-পুত্র। দুজনের মধ্যে ঘণ্টাখানেক বৈঠকও হয়। এরপরই জোরালো হয় অভিষেকের দলবদলের জল্পনা।
সূত্রের খবর, জঙ্গিপুর আসন থেকে তৃণমূলের টিকিটে দাঁড়াতে পারেন অভিজিৎ। রাজ্যের যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে, তার মধ্যে একটি হল জঙ্গিপুর। এর আগে ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হলে জঙ্গিপুর আসন থেকে পদত্যাগ করেন। উপনির্বাচনে সেই আসন থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন অভিজিৎ। পরে ২০১৪ সালেও জয় পান তিনি। কিন্তু ২০১৯ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের কাছে তিনি হেরে যান।