বিজেপি শাসিত ত্রিপুরা থেকে এবার ডাক এলো তৃণমূল নেত্রীর কাছে। ২০২৩ সালে সেখানে ভোট। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘খেলা হবে ত্রিপুরাতে’ নামে একটি ভিডিও। সেখানে জনপ্রিয় সঙ্গীতশিল্পী কমলিকা চক্রবর্তীকে দেখা যাচ্ছে গান গাইতে। গানে বলা হয়েছে, বলছে ত্রিপুরা, আসছে মমতা।
যে সামাজিক প্রকল্পের সফল রুপায়নের কারণে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এত বিপুল ভোট দিয়ে আশীর্বাদ করেছে এবার সেই সুযোগ ত্রিপুরাবাসীর সামনেও আসতে চলেছে। গানের ছত্রে ছত্রে রয়েছে স্বাস্থ্য সাথী থেকে কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্পের কথা। আবার খেলা হবে’র প্রসঙ্গও। উন্নয়ন এবং অগ্রগতির স্বার্থে তৃণমূলে যোগদান করতেও বলা হয়েছে গানে গানে।
রানাঘাটের বাসিন্দা কমলিকা চক্রবর্তী ছোটবেলা থেকেই দিদি ভক্ত। দিদির আন্দোলন সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়েছেন নিজের জীবনের চলার পথে। এবার সেই কমলিকা চক্রবর্তীর গলায় খেলা হবে ত্রিপুরাতে গান। শিল্পী বলছেন, সোশ্যাল মিডিয়া মারফত ত্রিপুরার তৃণমূল মনস্ক মানুষদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তাঁরা আমাকে এরকম একটি গান বেঁধে দিতে অনুরোধ করেছিলেন। আমি নিজেও এমন কিছু করতে চাইছিলাম। তারপরই এটা তৈরি হয়।
কমলিকার মতে, বিজেপির শাসনের থেকে পরিত্রাণ চাইছেন ত্রিপুরার মানুষ। বাংলায় দিদির বিপুল জয় সেই মানুষগুলোকে অক্সিজেন দিয়েছে। তাঁরা জানেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে ত্রিপুরায় প্রকৃত পরিবর্তন সম্ভব। তাই একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় আসার বার্তা আবার ত্রিপুরাবাসীকে তৃণমূলে যোগদানের আহ্বান, বলেন শিল্পী কমলিকা চক্রবর্তী।