আবারও বড়সড় সেনা সমাবেশের ছবি দেখা গেল উপত্যকায়। বিশেষ করে সন্ত্রাস জর্জরিত দক্ষিণ কাশ্মীরের জেলাগুলিতে বৃহৎ সংখ্যক সেনা মোতায়েন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রশাসিত প্রদেশটির স্থানীয় রাজনৈতিক নেতারা। যদিও জম্মু ও কাশ্মীরে সেনা সমাবেশের বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করে প্রশাসন জানিয়েছে, রুটিন প্রক্রিয়া মেনেই আধা সামরিক বাহিনীর জওয়ানরা জম্মু-কাশ্মীরে ফিরছেন। বিগত বিধানসভা নির্বাচনে বাংলা-সহ অন্য রাজ্যেগুলিতে ওই জওয়ানদের ইলেকশন ডিউটিতে পাঠানো হয়েছিল। এবার তাঁরা ফের নিজের আগের জায়গায় অর্থাৎ উপত্যকায় ফিরছেন।
এই বিষয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষকর্তা আইজি বিজয় কুমার বলেন, ‘নির্বাচনের পর রাজ্যগুলি থেকে সেনারা ফিরছেন। নতুন করে কোনও সেনা সমাবেশ হচ্ছে না।’ কিন্তু প্রশাসনের আশ্বাস সত্বেও স্থানীয় রাজনীতিবিদদের অনেকে মনে করছেন ফের তাঁদের আটক করা হতে পারে। তবে আধিকারিকরা জানিয়েছেন, ভোটের সময় কাশ্মীর থেকে প্রায় ২০০ কোম্পানি আধাসেনা বাংলা-সহ অন্য রাজ্যে পাঠানো হয়েছিল। এক মাস আগে ৫০ কোম্পানি ফিরে এসেছে। এবার বাকিরা স্বস্থানে ফিরছে।ফলে এ নিয়ে জল্পনার কিছু নেই।