আর কয়েকদিন পরেই রাজ্যে বিধানসভা ভোট শুরু হয়ে যাবে। প্রথম দফার নির্বাচন আগামী ২৭ মার্চ। সেই লক্ষ্যেই বিজেপিকে নিশানা করে কেশপুরের সভা থেকে হুঙ্কার দিলেন তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “অব কি বার, ২৫০ পার!” একইসঙ্গে অভিষেক বলেছেন, একুশের ভোটে পশ্চিম মেদিনীপুরে ১৫-০ করবে তৃণমূল কংগ্রেস। বিজেপি একটা সিটও পাবে না এখানে। আর অবিভক্ত মেদিনীপুরে বিজেপিকে ৩৫-০ করার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।
কেশপুরের সভা থেকে বিজেপিকে বাংলা থেকে মুছে ফেলার ডাক দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বাংলায় ২০০ পার করার কথা বলছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এবার ২৫০ পার করবে। লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপি ভাল ফল করলেও কেশপুরে তেমন কায়দা করতে পারেনি। বিধানসভা ভোটে তাই কেশপুরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে তিনি হুঙ্কার দিয়েছেন পশ্চিম মেদিনীপুরে এবার ১৫-০ হবে বিজেপি। আর অবিভক্ত মেদিনীপুরে ৩৫-০ ব্যবধানে হারবে বিজেপি।
রঘুনাথপুরে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাংলা দখল করতে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে পুলিশ পাঠাচ্ছে বিজেপি। কাজেই সকলকে সতর্ক থাকতে বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ নিয়ে এসে গেরুয়া শিবির ভোট লুঠের চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি। এমনকী ভোটের দিন রাজ্যের সীমানাগুলি বন্ধ করে দেওয়ার কথাও বলেছেন তিনি। ভারত সরকারের স্টিকার লাগানো গাড়িতে করে বাইরের রাজ্য থেকে লোক এনে ভোট লুঠের ছক কষেছে বিজেপি। এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।