বিগত কয়েক দিন ধরেই উর্ধ্বমুখী দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার তা ৩৫ হাজারে আটকে থাকলেও এবার আরও বেড়ে ৩৯ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যুও ১৫০ ছাড়িয়েছে। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৭২৬ জন। এর ফলে দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লক্ষ ১৪ হাজার ৩৩১।
অন্যদিকে, ভারতে এখনও অবধি ১ লক্ষ ৫৯ হাজার ৩৭০ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৫৪ জন। এদিকে, প্রথম থেকেই ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারটা বেশ স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৫৪ জন। আর এর ফলে মোট ১ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ৬৭৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। তবে দৈনিক আক্রান্তের মতোই ফের বেড়েছে অ্যাকটিভ কেস। ২৪ ঘন্টায় প্রায় ১৯ হাজার বেড়েছে তা। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ২৮২ জন।