এর আগে কোভিড পরিস্থিতির মধ্যেই হয়েছিল বিহার বিধানসভা নির্বাচন। সেইসময় দেশে করোনা সংক্রমণের হার ছিল অনেকটাই বেশি থাকায় বুথের সংখ্যা বাড়ানো হয়েছিল অনেকটাই। প্রয়োজন হয়েছিল অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীরও। এখন দেশে করোনা সংক্রমণের হার অনেকটা কম থাকলেও কোনও ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। ফলে আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনে বাড়ছে বুথের সংখ্যা। পাশাপাশি নির্বাচন কমিশন মনে করছে রাজ্যে অবাধ ভোট করানোর জন্য এবার প্রয়োজন হবে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০১৬ বিধানসভা নির্বাচনে রাজ্যে বুথের সংখ্যা ছিল ৭৮,৯০৩। এবার তা একলাফে বাড়ছে অনেকটাই। করোনার কারণে এবার প্রতি বুথে ভোটার সংখ্যা রাখা হচ্ছে হাজারের ভেতরে। গত নির্বাচনে ওই সংখ্যা ছিল দেড় হাজার। সব মিলিয়ে এবার রাজ্যে মোট বুথের সংখ্যা হতে পারে ১ লাখ ১০ হাজার। এতে বুথে ভোটার সংখ্যা অনেকটাই কমানো যাবে। অন্যদিকে, গত বিধানসভা নির্বাচনে রাজ্যে মোতায়েন করা হয়েছিল ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার তা বাড়িয়ে ৯০০ করা হতে পারে।