ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কেটেও শীতের দেখা মিলছিল না। অবশেষে স্বস্তি শীত প্রিয় রাজ্যবাসীর। রাজ্যে ঢুকল শীত। সকাল থেকেই শীতের মেজাজ টের পেয়েছে রাজ্যবাসী।
অনেক দিন ধরে টালবাহানার পর অবশেষে শীতের দেখা মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে আজই মরসুমের শীতলতম দিন। পারদ পতন হতে পারে ১১ ডিগ্রিরও নিচে।
পূর্বাভাস ছিলই। সেই মতোই শীতের ইনিংস শুরু হল রাজ্যে। গতকাল ১৬.৩ ডিগ্রি তাপমাত্রা থেকে আজ একধাক্কায় ১৩.১ ডিগ্রি পড়ল পারদ।
কাল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল। হাওয়া অফিস সূত্রের খবর, অন্তত মঙ্গলবার পর্যন্ত শীতের এই আমেজ চলবে। তারপর উষ্ণতা বাড়বে রাজ্যে।