গত অক্টোবর থেকেই একটানা মুদ্রাস্ফীতির জেরে খাদ্যপণ্য থেকে অত্যাবশ্যকীয় পণ্য, অগ্নিমূল্য হয়েছে প্রতিটা জিনিসই। এরই মধ্যে চলতি মাসে সপ্তাহ দুয়েকেরও কম সময়ের ব্যবধানে দু’বার দাম বেড়েছে রান্নার গ্যাসের। এবং প্রতিবারই ৫০ টাকা করে। এবার ১৪ দিনে ২ দফায় ৫০ টাকা করে সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাল তৃণমূল। বিধাননগর পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্তের আহ্বানে বুধবার ই এম বাইপাসে এই বিক্ষোভ দেখান হয়। এদিন কয়লার উনুন নিয়ে প্রতীকী বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা।
প্রসঙ্গত চলতি মাসের ৩ তারিখ ৫০ টাকা দাম বাড়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের। এরপর মঙ্গলবার ফের ৫০ টাকা দাম বৃদ্ধি হয়। ফলে ১৪ দিনের মধ্যে দু দফায় মোট ১০০ টাকা বাম বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডারের। এর প্রতিবাদেই এদিন বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা। নির্মল দত্ত বলেন, ‘আমরা কীভাবে গ্যাস সিলিন্ডার কিনবো? আমরা সাধারণ মানুষ, কয়লার উনুনে রান্না করার সিদ্ধান্ত নিয়েছি। এই কারণেই আমরা প্রতিবাদ জানাচ্ছে। আমরা এখানে কয়লার উনুন নিয়ে এসেছি। আমাদের কাছে গ্যাস সিলিন্ডারের আর কোনও গুরুত্ব নেই।’ তাঁর অভিযোগ, ‘করোনা কালে ১৬০ টাকা দাম বেড়েছে। আর এখন দু দফায় ৫০ টাকা করে দাম বাড়ল।’