বিকালে মাঝেরহাট ব্রিজ উদ্বোধনের আগে আজ দুপিরে নবান্নে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময়ে কোভিড-সতর্কতার প্রসঙ্গও তোলেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, “এখনও তো অ্যান্টিবডি অনেকের শরীরে তৈরি হয়নি। আমার নিজের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়নি। আমি ভাবলাম এত এক্সপোজার, আমার হয়েছে। হাসপাতাল থেকে শুরু করে মিটিং থেকে শুরু করে এত কিছু করেছি। হয়তো আমার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। কিন্তু আমার অ্যান্টিবডি তৈরি হয়নি।” এরপরেই মুখ্যমন্ত্রী কর্মচারীদের কিছু পরামর্শ দেন।
তিনি বলেন, “আপনাদের পরিবার পরিজনকে সবাইকে বলছি সাবধানে থাকবেন। মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। যদি বেশি ভিড়ে যান তা হলে দুটো মাস্ক ব্যবহার করবেন।” মুখ্যমন্ত্রীর কথায়, “যে কোনও জায়গায় হুট করে বসে পড়া আমাদের স্বভাব। ট্রেনে একটা সিটে বসছেন। হয়তো সেই সিটে তার আগে আরও পঞ্চাশ জন বসেছেন। আমি বলছি, সঙ্গে একটা কাগজ বা বাড়ি থেকে একটা কাপড় বা তোয়ালে নিয়ে বেরোন। ওটা পেতে বসুন। তার পর বাড়ি ফিরে কেচে ফেলুন।”