লাদাখ সীমান্তে আরও জাঁকিয়ে বসতে চলেছে চীন। যেভাবে সেখানে লাল ফৌজের পোস্টে বাড়তি সেনা ও রসদ আসছে, যেভাবে রাস্তা নির্মাণের কাজ গতি বৃদ্ধি পেয়েছে আকসাই চীনে, তাতে এটি স্পষ্ট যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চাপ রাখতে চায় চীন।
চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে মতাভেদ রয়েছে। ২০০২ সালে যখন দুই পক্ষ ম্যাপ আদানপ্রদান করার ব্যর্থ প্রচেষ্টা করেছিল, সীমান্ত নির্ধারিত করার জন্য, তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। সমর লুঙ্গপায় ১৭৯ বর্গ কিলোমিটার ও মাউন্ট সাজুমে ১২৯ বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে মতাভেদ আছে। ওই অঞ্চলে ওইজিল জিলগা হল চীনের খুব বড় সামরিক ঘাঁটি। তাই এখনই চীন হাতিয়ার ফেলে লাদাখ থেকে পাততাড়ি গোটাবে এমন কোনও ইঙ্গিত নেই। ফলে মারাত্মক শীতেও ভারতীয় সেনাকে ওখানেই থাকতে হবে বলে মনে করা হচ্ছে।
লাদাখে যে পরিস্থিতি, তার সমাধানসূত্র বার করতে আট দফা কথা হয়েছে যদিও তাতে কাজের কাজ তেমন কিছু হয়নি। সেনার বর্ষীয়ান কম্যান্ডারদের সূত্রে জানা যাচ্ছে যে লাল ফৌজ কারাকোরাম পাসের পূর্বের সমর লুঙ্গপায় ১০টি ডাগআউট তৈরি করেছে। একই ভাবে রেচিন লা-এর দক্ষিণে মাউন্ট সাজুমে ১০টি ডাগআউট খোঁড়া হয়েছে। যাতে দ্রুত দেপসাং ও ডিবিও সেক্টরে যাওয়া যায়, তার জন্য রাস্তা তৈরি করছে লাল ফৌজ। এর জন্য কারাকোরাম পাসের উত্তর থেকে চিপ চ্যাপ উপত্যকা অবধি রাস্তা নির্মাণের কাজ চলছে।