বেলুড়ে হাই কোর্টের নির্দেশকে তোয়াক্কা না করেই বাজি ফাটানোর অভিযোগ। বাধা দিতেই আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। গুরুতর জখম তাদের মধ্যে ২ জন। জানা গিয়েছে বুধবার রাতে বেলুড়ের শ্রমজীবী হাসপাতাল নিকটস্থ একটি আবাসনের বাসিন্দারা দেদার বাজি ফাটাতে শুরু করে। খবর কানে যাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হন বালি থানার পুলিশ।
সেই সময়ই পুলিশের উপর চড়াও হয় আবাসনের বেশ কয়েকজন। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ ও আবাসিকরা। এরপরই পুলিশ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হয় ২ জন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আবাসনের ৬ জনকে। তাঁদের মধ্যে ১ জন নাবালক।
উল্লেখ্য, চলতি বছরে বাজি বিক্রি ও বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাই কোর্ট। তা সত্ত্বেও লুকিয়ে কোথাও কোথায়ও চলেছে বাজি বিক্রি।