সকাল থেকে ভোট শান্তিতে চললেও বেলা গড়াতেই উত্তর বিহারের বিভিন্ন কেন্দ্র থেকে অশান্তির খবর আসছে। মুজফরপুরেই পরিস্থিতি বেশি উত্তপ্ত।
ভোট চলাকালীন মুজফরপুরের গয়া ঘাট এলাকার কয়েকটি বুথে হিংসা ছড়ায়। ভোটকর্মীদের ঘিরে রাখে কয়েকজন। গুরুত্বপূর্ণ কাগজ নষ্ট করে দেওয়ার ঘটনা ঘটেছে। হিংসা থামাতে পুলিশ লাঠি চালায়। বেশ কয়েকজন জখম হয়েছেন।
বিহারের তিন দফার নির্বাচনে ভোট চলাকালীন এই প্রথম বিক্ষিপ্ত হিংসার খবর এসেছে। তবে প্রতি দফার আগে সুপারি কিলাররা খুন করেছে কয়েকজন প্রার্থী ও নেতাকে।
গণপ্রহারে হামলাকারীর মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। আবার প্রবল হিংসাত্মক ঘটনায় গুলিতে মৃত্যু ও ব্যাপক তাণ্ডবের ঘটনার সাক্ষী মুঙ্গের। কিন্তু নির্বাচনের দিনগুলিতে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হয়েছে।
তৃতীয় দফার ভোটে ৭৮টি আসনের জন্য লড়াই চলছে শাসক এনডিএ ও প্রধান বিরোধী মহাজোটের। নেপাল সীমান্ত লাগোয়া এলাকার উত্তর বিহারের এই ভোট পর্বের জন্য আন্তর্জাতিক সীনান্ত পারাপার বন্ধ। সীমান্তে বিশেষ টহল দিচ্ছে এসএসবি জওয়ানরা।
মধুবনী, বেতিয়া, সীতামাঢ়ি, সমস্তিপুর, পূর্ণিয়া, দ্বারভাঙ্গা, মোতাহারি জেলার এই ভোট শেষে বিহার বিধানসভার ২৪৩টি আসনের ভোট গ্রহণ শেষ হবে। ফল প্রকাশ ১০ নভেম্বর।