উৎসবের মরশুমে শ্রমিকদের কাছে এ যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পুজোর উপহার! অবশেষে প্রায় আড়াই বছর পর ঠিক পুজোর মুখে খুলতে চলেছে হুগলির গোন্দলপাড়া জুট মিল। বৃহস্পতিবার সকালে এই সুখবর পেলেন শ্রমিকরা। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়, রাজ্যের উদ্যোগে দীর্ঘদিন পর মিল খোলায় খুশি শ্রমিকরা। যদিও হুগলির সাংসদের দাবি, তাঁরাই উদ্যোগ নিয়ে কারখানা খোলার ব্যবস্থা করেছেন।
প্রসঙ্গত, একাধিক সমস্যার কারণে প্রায় আড়াই বছর আগে বন্ধ হয়ে যায় হুগলির গোন্দলপাড়া জুটমিল। কর্মহীন হয়ে পড়েন প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক। চরম সমস্যায় পড়তে হয় তাঁদের। উপার্জনের আশায় অনেকেই বাংলা ছেড়ে চলে যান ভিনরাজ্যে। এক শ্রমিক আত্মঘাতীও হন। পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের তরফে একাধিকবার মিল খোলার চেষ্টা করলেও আদতে ফল মিলছিল না। আদৌ কোনওদিন সমাধান সূত্র মিলবে কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন শ্রমিকরা। এই পরিস্থিতিতে বুধবার মিল নিয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক করা হয়। সেখানেই মিল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, ১ লা নভেম্বর পুনরায় খুলছে কারখানা।