মোট আক্রান্তের নিরিখে ব্রাজিলকে পিছনে ফেলে করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় এখন দ্বিতীয় স্থানে ভারত। তবে গত কয়েক দিনে ধরেই দেশে দৈনিক সংক্রমণ কমছে। তেমনই গত দু’দিন দৈনিক মৃত্যুও হচ্ছে হাজারের কম। সংক্রমণের হারও ৬-৭ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যাও দিন দিন কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ২৬৭ জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৬ হাজার ৩৪২ এবং ১১ হাজার ৯৪৬। গত দু’মাস ধরেই ওই দু’টি দেশের তুলনায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি। মোট আক্রান্তের নিরিখে আমেরিকার পরই রয়েছে ভারত। দেশে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৬৬ লক্ষ ৮৫ হাজার ৮২ জন। পজিটিভিটি রেট বা সংক্রমণের হার কমে হয়েছে ৫.৬২ শতাংশ।
মোট আক্রান্তের তালিকায় শুরু থেকেই দেশের শীর্ষে মহারাষ্ট্র। এখনও অবধি ১৪ লক্ষ ৫৩ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। তবে গত কয়েকদিনে সেখানকার দৈনিক সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে। সাত লক্ষ ২৩ হাজার আক্রান্ত নিয়ে দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। কর্ণাটকে ৬ লক্ষ ৪৭ হাজার আক্রান্ত হয়েছেন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ছ’ লক্ষ পেরলেও সেখানে দৈনিক সংক্রমণ পাঁচ হাজারে আশপাশেই ঘোরাফেরা করছে। উত্তরপ্রদেশে ৪ লক্ষ ১৭ হাজার জন কোভিডে আক্রান্ত হয়েছেন। রাজধানী দিল্লীতে ২ লক্ষ ৯২ হাজার জন সংক্রমিত হয়েছেন। উড়িষ্যাতে রোজ প্রায় তিন হাজারের ঘরে বাড়তে বাড়তে মোট আক্রান্ত ২ লক্ষ ৩৫ হাজারে পৌঁছেছে। কেরালাতেও গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ বেড়েছে। এর জেরে সেখানে মোট আক্রান্ত ২ লক্ষ পেরিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তেলেঙ্গানাতে ২ লক্ষ ছাড়িয়েছে মোট আক্রান্তের সংখ্যা।
অন্যদিকে, ভারতে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ইতিমধ্যেই এক লক্ষ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। এ নিয়ে দেশে মোট ১ লক্ষ ৩ হাজার ৫৬৯ জনের প্রাণহানি ঘটিয়েছে করোনা। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৩৮ হাজার জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু ৯ হাজার ৮৪৬। তৃতীয় স্থানে থাকা কর্ণাটকে মৃতের সংখ্যা ৯ হাজার ৩৭০। অন্ধ্রপ্রদেশে করোনা প্রাণ কেড়েছে ৬ হাজার জনের। উত্তরপ্রদেশ (৬,০৯২), দিল্লীতেও (৫,৫৪২) মোট মৃত্যু বেড়ে চলেছে। তবে ভারতে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটা বেশ আশাব্যঞ্জক। এখনও পর্যন্ত দেশে মোট ৫৫ লক্ষ ৬২ হাজার ৪৯০ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের ৮৪ শতাংশেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৭৮৭ জন। এখন ভারতে অ্যাক্টিভ রোগী রয়েছেন ৯ লক্ষ ১৯ হাজার ২৩ জন।