আগামী ২, ৩ ও ৪ অক্টোবর বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল। ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন পাতার জন্য অক্টোবরের শুরুতেই তিন দিন সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুলে। শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকলে বিকল্প কোন রাস্তা দিয়ে মৌলালির দিক থেকে শ্যামবাজারমুখী এবং শ্যামবাজার থেকে মৌলালি মুখী গাড়ি চলাচল করবে তাও আজ কালের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে খবর।
বিআরসিং হাসপাতাল ও শিয়ালদহ বিগ বাজারের দিকে দীর্ঘদিন ধরেই মেট্রোর কাজ চলছে। এবার ব্রিজের নীচ দিয়ে লাইন পাতার কাজ সেরে ফেলতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এমনিতে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর ছুটি। তিন তারিখ শনিবার এবং চার তারিখ রবিবার। মনে করা হচ্ছে এই কারণেই এই তিন দিন বেছে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছর বউ বাজার এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ কাটার সময় বড়সড় বিপর্যয় ঘটেছিল। একাধিক বাড়ি কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছিল। অসংখ্য পরিবারকে রাতারাতি গৃহহীন হতে হয়েছিল সে সময়ে। এবার শিয়ালদহ ফ্লাই ওভারের নীচ দিয়ে লাইন পাতার কাজে যাতে তেমন.কিছু না ঘটে সে ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের সতর্কতা রাখা হচ্ছে বলে মেট্রো সূত্রে খবর।