ফের করোনার বলি হলেন কলকাতা পুলিশের সদস্য। মারণ ভাইরাস প্রাণ কাড়ল হরিদেবপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদে কর্মরত অফিসার তুষার কান্তি কুলের। একেবারে সামনের সারিতে থেকে তিনি লড়ছিলেন করোনা-যুদ্ধে। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে। আজ, বৃহস্পতিবার মারা গেলেন তিনি।
জুলাই মাসের মাঝামাঝি কলকাতা পুলিশে বড় ধাক্কা দিয়েছিল নভেল করোনাভাইরাস। এক দিনে ৩০ জন কলকাতা পুলিশের কর্মী কোভিড আক্রান্ত হন, যাঁদের অধিকাংশই লালবাজার ট্র্যাফিক বিল্ডিংয়ের কর্মী। করোনা যুদ্ধে যাঁরা সামনে দাঁড়িয়ে লড়াই করছেন তাঁদের মধ্যে পুলিশকর্মীরা অন্যতম। এক দিকে লকডাউন কার্যকর করা ও অন্য দিকে সংক্রমণ রুখতে নানাবিধ বন্দোবস্ত মাঠে ময়দানে নেমে কার্যকর করছেন তাঁরা। ফলে সংক্রমণের ঘটনা ঘটছে।।
জুন মাসের সাত তারিখে, কলকাতা পুলিশে প্রথম মৃত্যুর খবর এসেছিল কোভিডে। শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবল মারা গেছিলেন সংক্রমণে। ওই কনস্টেবলের বয়স ছিল ৪৭ বছর, ডিসি সাউথের অফিসে পোস্টিং থাকলেও ওই পুলিশকর্মী শেক্সপিয়র সরণি থানায় কনস্টেবল ছিলেন। এর পরেই শিয়ালদহ ট্রাফিক গার্ডের আরও এক কর্মী মারা যান। মৃত দিলীপ সর্দারের বয়স ছিল ৪৫। ১২ জুলাই করোনায় মৃত্যু হয় কলকাতা পুলিশের ইস্ট ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার সুব্রত দাসের।