আগামী নভেম্বরের মধ্যে জনসাধারণের জন্য তৈরি করা যাবে কোভিড ভ্যাক্সিন। সম্প্রতি এমনই দাবি করেছেন চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ দফতরের এক আধিকারিক। বর্তমানে চীনে মোট চারটি করোনা প্রতিষেধক টিকা চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল পর্বে রয়েছে।
আপাতত ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় তথা চূড়ান্ত পর্যায় মসৃণ গতিতে এগিয়ে চলেছে এবং নভেম্বরের মধ্যে সাধারণের ব্যবহারের উপযোগী করা যাবে বলে সোমবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন সিডিসি বায়োসেফটি প্রধান গুইঝেন উ্যু। গত এপ্রিলে তিনি নিজেও এই টিকা নিয়েছেন বলে জানিয়েছেন উ্যু। টিকা নেওয়ার পর তার কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
চীনের সরকারি বৃহত্তম ওষুধ প্রস্তুতকারক সংস্থা চায়না ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল গ্রুপ এবং মার্কিন তালিকাভুক্ত সাইনোভ্যাক বায়োটেক এই তিনটি ভ্যাক্সিন তৈরি করেছে।