হিউম্যান কম্পিউটার বলা হত প্রখ্যাত গণিতবিদ শকুন্তলাদেবীকে। এবার বিশ্বের দ্রুততম ক্যালকুলেটরের শিরোপা জিতলেন আরও এক ভারতীয়। দিল্লী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নীলকান্ত ভানু প্রকাশ। লন্ডন আয়োজিত মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডে মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি।
ইতিমধ্যেই চার-চারটি বিশ্ব রেকর্ড এবং ৫০টি লিমকা রেকর্ডের অধিকারী তিনি। এবার তাঁর সঙ্গে যোগ হল বিশ্বের দ্রুততম ক্যালকুলেটরের শিরোপা। ২১ বছরের নীলকান্ত ভানু প্রকাশ হায়দরাবাদের বাসিন্দা। দিল্লী বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজের ছাত্র তিনি।
নীলকান্ত বলেছেন, ‘আমার ব্রেন ক্যালকুলেটরের থেকেও দ্রুত কাজ করে। এক সময় এই রেকর্ড প্রখ্যাত দুই গণিতবিদ স্কট ফ্ল্যানসবুর্গ এবং ভারতের শকুন্তলা দেবীর কাছে ছিল। সেই রেকর্ড ভাঙা সত্যিই জাতীয় গর্বের বিষয়। ভারতকে গোটা বিশ্বের অঙ্কের দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে আমার যেটুকু সাধ্য তা করেছি।’
গত ১৫ অগাস্ট লন্ডনে আয়োজিত হয় মাইন্ড স্পোর্টস। মেন্টাল স্কিল ও মাইন্ড স্পোর্টসের ক্ষেত্রে এই প্রতিযোগিতাই গোটা বিশ্বের ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক। গোটা বিশ্বের ১৩টি দেশের ৩০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। নিকটতম প্রতিযোগীর থেকে ৬৫ নম্বর বেশি পেয়ে প্রথম হন নীলকান্ত ভানু প্রকাশ।