ভারত-মার্কিন সম্পর্কে যুক্ত হল আরও এক সেতু৷ আসন্ন মার্কিন নির্বাচনে সরাসরি লড়ছেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা৷ কমলা হ্যারিস৷ যা ইতিহাস৷ ট্রাম্পের বিপরীতে লড়া জো বাইডেন কমলাকে বেছে নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে৷ যা নিঃসন্দেহে ভারতীয়দের কাছে আবেগ ও গর্বের৷
কে কমলা হ্যারিস? আমেরিকার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন কমলা হ্যারিস৷ তাঁর মা শ্যামলা গোপালন দক্ষিণ ভারতীয়৷ চেন্নাই থেকে আমেরিকার ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে পড়তে যান তিনি৷ কমলার বাবা জামাইকান৷ তাঁর বোনের নাম মায়া৷ মায়ের কাছে ভারতীয় সংস্কৃতির অনেক কিছুই শিখেছেন কমলা৷ কমলা হ্যারিস প্রথমবার ২০০৩ সালে নির্বাচনে জেতেন৷ স্যান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচিত হন৷ ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন কমলা।
এবার কমলাকে নিয়েই কুরুচিকর মন্তব্য শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন যে তাঁর প্রতিদ্বন্দ্বী জো বিডেনের এই সিদ্ধান্তে তিনিই খবই অবাক হয়েছেন৷ কারণ কমলা হ্যারিস খুবই ভয়ঙ্কর স্বভাবের এক মহিলা! এভাবেই কমলার বর্ণনা দিয়েছেন ট্রাম্প! মার্কিন রাষ্ট্রপতি আরও বলেন যে ২০১৮-এ সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানোফের সেনেটে অনুমোদনের শুনানির সময় হ্যারিসের ব্যবহার ছিল খুবই বর্বর, অসম্মানীয় ও ভয়ঙ্কর! ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কমলা একেবারে অযোগ্য এবং কোনও ভাবেই তিনি নিজের ছাপ ফেলতে পারেননি, মত ট্রাম্পের৷
প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা কমলা আমেরিকায় ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী৷ জো বাইডেন জিতলে তিনিই হবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট৷ তাই তাঁকে নিয়ে ভারতীয়দের মধ্যে আলাদা এক আবেগ রয়েছে৷ তাঁকে নিয়েই খুবই খারাপ ও কুরুচিকর কথা বলেছেন ট্রাম্প৷