গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। তবে, একইসঙ্গে বাংলায় পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতার হারও। এদিনও করোনা জয় করে উঠেছেন ২০৬৬ জন। যার জেরে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা মাত্র ২২,৩১৫ জন। রাজ্যে আক্রান্তের সংখ্যা যে বাড়বে, তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরাও। কারণ, টেস্টের সংখ্যাও আগের তুলনায় অনেকটা বাড়ানো হয়েছে।
মূলত, তাঁদের পরামর্শ মতোই টেস্টের সংখ্যা বর্তমানে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ৫৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট ২২ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ৯ লক্ষ ৭৮ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হল বাংলায়। সুতরাং, প্রতি ১০ লক্ষ জনসংখ্যা অনুপাতে সংখ্যাটা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭৮ জন।
তবে, রাজ্যের মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা নিয়ে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত কলকাতায় ২৪ হাজার ৫৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছে ৭১৯ জন। তবে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৯৬৬ জন। বর্তমানে ৬ হাজার ৭৩৬ জনের চিকিৎসা চলছে। এদিকে, আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় এখনও পর্যন্ত ১৭ হাজার ৪৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এরমধ্যে অধিকাংশ সুস্থও হয়ে উঠেছেন।