এবার করোনা আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাবা। রবিবার শারীরিক অসুস্থতার জেরে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে ভর্তি হওয়ার পরেই তাঁর করোনা পরীক্ষা হয়৷ সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷
আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। পরিবারের বাকিরা আপাতত কোয়ারেন্টাইনে। সকলেরই করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। ডাক্তাররা জানাচ্ছেন মৃদু শ্বাসকষ্টের সমস্যা ছাড়া এমনিতে ভালোই আছেন শতাব্দী রায়ের বাবা।
অভিনেত্রীর গড়িয়াহাটের বাড়িকে কন্টেইনমেন্ট জোনে চিহ্নিত করার করার কাজ সেরে ফেলেছে কলকাতা পুরসভা৷ শতাব্দী রায় জানিয়েছেন কয়েকদিন ধরেই তাঁর বয়স্ক বাবা খাবারে কোনও স্বাদ পাচ্ছিলেন না৷ পাশাপাশি শারীরিক দুর্বলতাও ছিল৷ সেই জন্যেই অভিনেত্রী তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন৷ সেখানে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর
এর আগেও টলিউড সেলেবদের বাড়িতে হানা দিয়েছে করোনা। সপরিবারে আক্রান্ত হয়েছেন নায়িকা কোয়েল মল্লিক, অভিনেতা সুরজিৎ ববন্দ্যোপাধ্যায়।