বিশিষ্ট মারাঠি লেখিকা তথা মহারাষ্ট্রের প্রাক্তন নির্বাচন কমিশনার নীলা সত্যনারায়ণ চিরতরে বিদায় নিলেন। বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।
আইএএস অফিসার নীলা সত্যনারায়ণ ছিলেন রাজ্যের প্রথম মহিলা নির্বাচন কমিশনার। দিন কয়েক আগেই তাঁর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল। ভর্তি হন আন্ধেরি (পূর্ব)-র সেভেন হিলস হাসপাতালে। বৃহস্পতিবার ওই হাসপাতালেই ভোর ৪টের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই হাসপাতালে তাঁর স্বামী ও ছেলেও চিকিত্সাধীন রয়েছেন। তারাও করোনা পজিটিভ।
২০০৯ সালে মহারাষ্ট্র রাজস্ব দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে তিনি অবসর নেন। এর পর ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজ করছেন। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেই সময় করে তিনি একাধিক বই লিখেছেন। ছিলেন সংগীত শিল্পীও।
নির্বাচন কমিশনারের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশয়ারি। রাজ্যপাল তাঁর শোকবার্তায় লেখেন, আমরা একজন কাজ নিবেদিত প্রাণ, চিন্তাবিদকে হারালম। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি সভাপতি শরদ পাওয়ারও শোকজ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ২.৮৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ১৯৪ আক্রান্তের।