করোনার জেরে গোটা দেশ বিধ্বস্ত। এছাড়াও দেশের অর্থনীতির হাল শোচনীয়। কিন্তু এত প্রতিকূল পরিস্থিতিতেও সাফল্যের গন্ডি একের পর এক পেরিয়ে চলেছেন ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। এখন তিনি শুধু ভারত বা এশিয়ার ধনীতম নন, বিশ্বের ধনীতম ব্যক্তিদের প্রথম তালিকায় চলে এসেছেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি।
রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানি এখন পৃথিবীর ষষ্ঠ ধনীতম ব্যক্তি। আলফাবেটের কর্ণধার লারি পেজকে টপকে এই স্থান দখল করেছেন তিনি। এই মুহূর্তে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৭২.৪ বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৫,৫০,০০০ কোটি!
সূত্রের খবর, শুধুমাত্র সোমবার রিলায়েন্সের শেয়ার বেড়েছে ৩ শতাংশ, যার ফলে একদিনে আম্বানির সম্পত্তি বেড়েছে ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার। আরো জানা গিয়েছে, শেষ তিন সপ্তাহে মুকেশ আম্বানির সম্পত্তি বেড়েছে প্রায় ৭.৯ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৬০,০০০ কোটি টাকা। অর্থাৎ বলা যায়, বিশ্বের ধনীতম ব্যক্তি দের তালিকা ৬ নম্বরে উঠে আসতে মুকেশ আম্বানির ৪ মাস মত সময় লেগেছে।