এবার রাজ্যে নতুন ব্র্যান্ডিংয়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হবে করোনা পরিস্থিতিকে। একদিকে করোনা প্রতিরোধ, অন্যদিকে প্রচার, এই দুইয়ের স্বার্থেই এবার মাস্ক তৈরি শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানা গিয়েছে, মাস্কের নীচে লেখা থাকবে বাংলা সরকারের প্রতীক থাকবে। ইতিমধ্যেই মাস্কের ক্যাচলাইনও লিখে ফেলেছেন খোদ মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সরকারের উদ্যোগে সম্পূর্ণ ফেব্রিকের তৈরি এই ত্রিস্তরীয় মাস্কের উপর লেখা থাকবে ‘বাংলা আমার মা’।
চলতি বছরের শুরু থেকেই আতঙ্ক ছড়াতে শুরু করেছিল নোভেল করোনা ভাইরাস। সুরক্ষার খাতিরে তখনই অনেকে মুখ ঢেকেছিলেন মাস্কে। পরবর্তীতে দাপট বাড়তে থাকে করোনার। মাস্ক-স্যানিটাইজার চলে আসে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তালিকায়। বর্তমানে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে আবশ্যক মাস্ক ব্যবহার। সেই কারণেই এবার মাস্ক রাজ্যের ব্র্যান্ডিংয়ে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মাস্ক সরবরাহের দায়িত্ব পেয়েছে রাজ্য সরকারেরই সংস্থা ‘বিশ্ববাংলা মার্কেটিং কর্পোরেশন লিমিটেড’।
সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে দুটি সাইজের প্রায় ৬ লক্ষ মাস্ক তৈরির বরাত দেওয়া হয়েছে একটি সংস্থাকে। সেগুলির রং কী হবে, ইতিমধ্যেই তা ঠিক করে দেওয়া হয়েছে নবান্নের তরফে। জানা গিয়েছে, রাজ্যের নেতা-মন্ত্রী ও সরকারি আধিকারিক, পুলিশ অফিসার ও কর্মীরা ছাড়াও সাধারণ মানুষদের হাতেও সরকারের তরফে এই মাস্ক তুলে দেওয়া হবে।