গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্কিত তিনটি ট্রাস্টের আর্থিক অনিয়ম নিয়ে তদন্ত করবে মোদী সরকার। এর জবাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, ‘যারা সত্যের জন্য লড়াই করে, তাদের কোনও কিছু দিয়েই কেনা যায় না। তাদের ভয়ও দেখানো যায় না।’ পরে কংগ্রেস প্রতিক্রিয়া জানিয়ে বলে, সরকার নিজেই ভয় পেয়েছে। তাই তারা এই ধরনের কাপুরুষোচিত কাজ করছে। তবে এভাবে তাদের নেতাদের ভয় সেখানো যাবে না।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তিনটি ট্রাস্টের বিরুদ্ধে তদন্ত হবে, সেগুলি হল রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট। এরপরেই রাহুল টুইট করে বলেন, ‘মিস্টার মোদী মনে করেন, সকলেই তাঁর মতো। তিনি মনে করেন, সকলকেই কোনও না কোনও দাম দিয়ে কেনা যায়। ভয় দেখানো যায়। তিনি বোঝেন না, যারা সত্যের জন্য লড়াই করে, তাদের কেনা যায় না। ভয়ও দেখানো যায় না।’
কংগ্রেসের অভিযোগ, বিজেপি তাদের নেতাদের প্রতি প্রবল ঘৃণা পোষণ করে। কয়েক দিন ধরে কংগ্রেস নেতারা সরকারের বিরুদ্ধে নানা প্রশ্ন তুলেছিলেন। কারণ, সরকার দেশের নিরাপত্তা নিয়ে সমঝোতা করেছে, কোভিড ১৯ মোকাবিলায় ব্যর্থ হয়েছে, আর্থিক মন্দা সামলাতে পারেনি। সেজন্য দেশের সাধারণ নাগরিকরা ব্যাপক সংকটে পড়েছেন। প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা তিনটি ট্রাস্ট নিয়ে তদন্ত করতে চাইছে। ওই ট্রাস্টগুলি জনকল্যাণমূলক কাজ করে। তাদের নিয়ে যতই তদন্ত হোক না কেন, কিছু যায় আসে না।
কংগ্রেস প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বিজেপির আয় ৫০০ শতাংশ বৃদ্ধি নিয়ে তদন্তের নির্দেশ দেবেন? ২০১৫-১৬ সালে বিজেপির আয় ছিল ৫৭০ কোটি ৮৬ লক্ষ টাকা। ২০১৮-১৯ সালে সেই আয় বেড়ে ২৪১০ কোটি টাকায় দাঁড়িয়েছে।