‘এবার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এই সঙ্গেই গুয়াহাটি এবার অতিমারীর পর্যায়ে প্রবেশ করেছে। এই সংক্রমণ এবার আরও বাড়তে থাকবে। পরিস্থিতি আরও খারাপ হবে।’ গত কয়েকদিন ধরেই আসামে লাফিয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা দেখে অবশেষে এমনটাই জানালেন আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর রবিবারের এই মন্তব্য শুনেই থেকেই আতঙ্ক ছড়িয়েছে আসামবাসীর মধ্যে।
আনলকের দ্বিতীয় পর্বে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এর মধ্যে ১৪ দিনের কড়া লকডাউন জারি করেও সুফল না মেলার কথা স্বীকার করলেন আসামের স্বাস্থ্যমন্ত্রী। রবিবার একটি বৈঠকে হিমন্ত বিশ্বশর্মা জানান, ‘এবার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এই সঙ্গেই গুয়াহাটি এবার অতিমারীর পর্যায়ে প্রবেশ করেছে। এই সংক্রমণ এবার আরও বাড়তে থাকবে। পরিস্থিতি আরও খারাপ হবে।’
প্রসঙ্গত, রবিবারই গুয়াহাটিতে একদিনে সর্বাধিক, ৭৭৭জন করোনায় আক্রান্ত হন। রবিবার মাত্র ২৪ ঘণ্টায় অসমে ১২০০-র বেশি মানুষের রিপোর্ট পজিটিভ মেলে। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘অন্তত মঙ্গলবার পর্যন্ত এভাবেই রাজ্যে সংক্রমণ বাড়বে। তারপর কিছুটা কমতে পারে। আমরা আশা করছি ৮ অথবা ৯ জুলাই থেকে আক্রান্তের সংখ্যা কিছুটা কমবে।’
উল্লেখ্য, এই মুহূর্তে অসমে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১,০০১। প্রশাসন সূত্রে খবর, আসামে ডাবলিং রেট বেড়েছে। আগে যেখানে ১০ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল, সেটা এখন বেড়ে ১৩ দিন হয়েছে। ফলে অসমের রাজধানী গুয়াহাটিকে নিয়ে প্রশাসনের আধিকারিকদের কপালে দীর্ঘ হচ্ছে চিন্তার ভাঁজ।