করোনার থাবায় এই মুহূর্তে থরহরিকম্প গোটা দেশ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। কিন্তু এই পরিস্থিতিতে করোনা ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যায় বেড, অক্সিজেন সিলিন্ডার এবং ভেন্টিলেটরের ব্যবস্থা থাকলেও দেখা নেই শুধু চিকিৎসকের৷ এমনই ছবি ধরা পড়ল বিজেপি শাসিত কর্ণাটকে বেঙ্গালুরুর বেসরকারি এক কোভিড হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে৷ যা সকলের সামনে তুলে ধরেছেন স্বয়ং ওই হাসপাতালেরই এক চিকিৎসক৷ হাসপাতালের চিকিৎসক তাহা মাতিন ভিডিও বার্তায় এই আবেদন জানিয়েছেন চিকিৎসকদের এগিয়ে আসার জন্য৷
প্রসঙ্গত, কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২০ হাজার ছাড়িয়ে গেছে৷ এই পরিস্থিতিতে হাসপাতালের এই অবস্থা দেখে চিকিৎসকদের কাছে এগিয়ে আসার কাতর আবেদন জানান তাহা মাতিন নামে ওই চিকিৎসক৷ ভিডিও বার্তায় তিনি বলেন, রোগীর অনুপাতে চিকিৎসকের সংখ্যাও প্রায় হাতেগোনা৷ তাই অনেক চিকিৎসককেই দিনে ১৮ ঘণ্টা ধরে কাজ করতে হচ্ছে৷ মাতিন আরও বলেন, সব চিকিৎসকেরই দিনে অন্তত ৬ ঘণ্টা করে সময় দিয়ে করোনা মহামারির মোকাবিলায় দেওয়া উচিত৷ গোটা বিশ্বকে দেখানো উচিত, কীভাবে মানবতার স্বার্থে তাঁরা করোনা যোদ্ধা হিসেবে সামনে থেকে লড়াই করছেন৷
এরই মধ্যে কর্ণাটকের চুক্তিভিক্তিক সরকারি চিকিৎসকদের সংগঠনের ৫০৭ জন সদস্য তিন দিন ধরে প্রতিবাদ কর্মসূচী পালনের ডাক দিয়েছেন৷ তিন বছর সরকারি হাসপাতালে কাজ করার পর এতদিন চু্ক্তিভিক্তিক চিকিৎসকদের স্থায়ী চাকরির সুযোগ ছিল কর্ণাটকে৷ কিন্তু এবার সেই নিয়ম বদলে ফেলেছে রাজ্য সরকার৷ তারই প্রতিবাদ শুরু করেছেন চুক্তিভিক্তিক চিকিৎসকরা৷ জানা গিয়েছে ৬ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত প্রতিবাদ কর্মসূচী পালন করবেন তারা৷ দাবি পূরণ না হলে গণইস্তফা দেওয়ারও পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের৷ এর ফলে বিজেপি শাসিত কর্ণাটকের করোনা পরিস্থিতি যে আরও ভয়াবহ আকার নিতে চলেছে তা বলাই বাহুল্য।