এই মুহুর্তে যা পরিস্থিতি তাতে সবার একটাই প্রশ্ন কবে আসবে করোনা ভ্যাকসিন? ইতিমধ্যেই বেশ খানিকটা আশা দেখাচ্ছে বায়োএনটেক। দেশের স্বাধীনতা দিবসেই কি দেশে করোনা মুক্ত অভিযানের সূচনা হবে? আশার আলো কিছুটা হলেও দেখা যাচ্ছে।
শোনা যাচ্ছে আগামী ১৫ আগস্টেই ভারতে প্রস্তুত করা করোনা ভাইরাস ভ্যাকসিনটি সর্বস্তরে চালু করা হতে পারে।
ভারতের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন বাজারে আসতে পারে ১৫ আগস্ট। এমনই ইঙ্গিত মিলেছে আইসিএমআরের তরফে। ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড-এর সঙ্গে পার্টনারশিপ করে আইসিএমআর এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করবে। জানা গিয়েছে, গোটা দেশের ১২টি সংস্থায় এই ক্লিনিক্যাল ট্রায়াল কার্যকরী হবে। এই উদ্দেশ্যে চটজলদি ভ্যাকসিনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপাতত অপেক্ষা বড় আনুষ্ঠানিক ঘোষণার।
যে সমস্ত জায়গার সংস্থায় এই ক্লিনিকল ট্রায়াল হবে তাদের মধ্যে উল্লেখযোগ্য, বিশাখাপত্তনম, রোহতক, নয়াদিল্লী, পাটনা, নাগপুর, হায়দ্রাবাদ, কানপুর, গোয়া ইত্যাদি।
সূত্র মারফত জানা গিয়েছে, আইসিএমআর এই ১২ টি সংস্থা কে চিঠি দিয়ে জানিয়েছে, সমস্ত ক্লিনিক্যাল ট্রায়াল সফল হওয়ার পরেই ১৫ আগস্টের মধ্যে সাধারণ মানুষের জন্য এই ভ্যাকসিন বাজারে আনা হবে। এই নির্দেশ জানার পরে ভারত বায়োটেক পুরোদমে নিজেদের কাজ করতে উদ্যোগী হয়েছে। একইসঙ্গে সময়মতো সমস্ত ক্লিনিকাল ট্রায়াল সম্পন্ন করতে কোমর বেঁধেছে। আপাতত ভারত বায়োটেকের কাছে ফেস ওয়ান ও ফেজ টু নিয়ে ট্রায়ালের অনুমতি রয়েছে। মানব শরীরে আপাতত এই দুটি পর্যায়ে ভ্যাকসিনের ট্রায়াল চলবে বলে দাবি করা হচ্ছে।