করোনা পরিস্থিতির মধ্যেই এবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে শুক্রবার ফের একবার কেন্দ্রীয় সরকারকে নিশানায় নিল একদা এনডিএ শরিক শিবসেনা। নিজেদের মতামত প্রকাশ করে দলীয় মুখপাত্রে শিবসেনা জানিয়েছে, নোটবন্দী বা ৩৭০ ধারা বাতিলের মতো পদক্ষেপ করেও উপত্যকার বাস্তব পরিস্থিতি বদল করতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। বর্তমানে জম্মু কাশ্মীর ও লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া সত্ত্বেও কেন্দ্র সেখানে কেন শান্তির বাতাবরণ তৈরি করতে পারছে না তা নিয়েও সওয়াল দেগেছে শিবসেনা।
এদিন শিবসেনা নিজেদের মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে লিখেছে, কেন্দ্রে তথাকথিত ‘মজবুত’ সরকার থাকলেও কেন্দ্রশাসিত এলাকায় শান্তি নেই কেন? ৩৭০ ধারা তুলে দিয়ে রাজ্য থেকে একে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হলেও সেখানকার পরিস্থিতি আগের মতোই রয়ে গিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘প্রত্যেকদিন রাস্তায় রক্তের নদী বইছে এবং সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। নোটবন্দী সত্ত্বেও জঙ্গী কার্যকলাপ ও নকল নোট লেনদেন কম হতে দেখা যায়নি।’
সম্প্রতি জম্মু কাশ্মীরের সোপর জেলার থেকে এক হৃদয়বিদারক ছবি উঠে আসে। যেখানে এক তিন বছরের শিশুকে তাঁর দাদুর মৃতদেহের বুকে বসে কাঁদতে দেখা যায়। সেনাবাহিনীর উপর হওয়া এক জঙ্গী হামলায় এক সেনা জওয়ানের পাশাপাশি ওই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনার কথা উল্লেখ করে এদিন সম্পাদকীয়তে লেখা হয়, “ছোট ছেলেটা কিন্তু পালিয়ে যায়নি। বরং নিজের দাদুকে জাগানোর চেষ্টা করছিল। কিছু কেন্দ্রীয় মন্ত্রীরা নিজেদের টুইটারে এই ছবি টুইট করেন। এই মন্ত্রীদের বোঝা উচিত যে এ ছবি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকেই তুলে ধরে। কেননা উপত্যকার বর্তমান পরিস্থিতির জন্য সরকারই দায়ী।”