মহাকরণ অর্থাৎ রাইটার্স বিল্ডিংয়ে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশ কর্মী। তাঁর নাম বিশ্বনাথ কারক। শুক্রবার দুপুর ৩.৩৫ মিনিট নাগাদ হঠাতই মহাকরণের ৬ নম্বর গেটে গুলির শব্দ পাওয়া যায়। মুহূর্তেই দেখা যায়, সার্ভিস রিভলবার থেকে নিজের দেহে গুলি চালিয়েছেন ৫ নম্বর ব্যাটেলিয়নের কর্মী বিশ্বনাথ বাবু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার আকস্মিকতায় ছুটে আসেন সকলে। খবর যায় লালবাজারে। সেখান থেকে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেন। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ওই পুলিশ কর্মীর দেহ। ঘটনার পরপরই সিল করে দেওয়া হয় ৬ নম্বর গেট। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী ওই ঘটনা আত্মহত্যা নাকি অসাবধানতাবশত ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, এখনও ওই পুলিশকর্মীর কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে হঠাত করেই গুলির শব্দে কেঁপে ওঠে রাইটার্স বিল্ডিং। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায় সাধারণ মানুষের মধ্যেই। এর মধ্যেই দেখা যায়, ৬ নম্বর গেটের সামনে পড়ে রয়েছে বিশ্বনাথ কারকের দেহ।
যদিও কারও কারও দাবি, নিজের মাথায় রিভলবার রেখেই আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। তদন্ত শুরু হয়েছে। কথা বলা হয়েছে পরিবারের সঙ্গে, খতিয়ে দেখা হচ্ছে ওই পুলিশকর্মী কোনও অবসাদে ভুগছিলেন কিনা।