বৃহস্পতিবার মধ্যপ্রদেশে শপথ নিলেন ২৮ জন মন্ত্রী। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আনন্দীবেন পটেল। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ কয়েকজন। তাঁদের অন্যতম হলেন যশোধরা রাজে সিন্ধিয়া। তিনি জ্যোতিরাদিত্যের পিসি। এছাড়া আছেন বিধায়ক গোপান ভার্গব, ইমত্রি দেবী, প্রভুরাম চৌধুরি এবং প্রদ্যুম্ন সিং তোমর।
এদিন সকালে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে বলেন, ‘যাঁরা আজ শপথ নিলেন, তাঁদের সকলকে অভিনন্দন জানাই। আমরা সকলে মধ্যপ্রদেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করব। আমি নিশ্চিত, রাজ্যে নতুন সংস্কার করার সময় নতুন মন্ত্রীদের সহযোগিতা পাব।’ তবে বুধবার মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে বলেন, ‘মন্থন সে তো অমৃত হি নিকালতা হ্যায়, বিষ তো শিব পি যাতি হ্যায়।’ অর্থাৎ হিন্দু পুরাণের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সমুদ্র মন্থনে অমৃত ওঠে। কিন্তু শিবকে বিষই পান করতে হয়। পর্যবেক্ষক মহলের ধারণা, শিবরাজ সিং চৌহান বোঝাতে চেয়েছেন, নতুন যাঁরা মন্ত্রী হতে চলেছেন, তাঁদের অনেককেই তিনি পছন্দ করেন না। তাঁর ঘনিষ্ঠরা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না।
একটি সূত্রে খবর, কারা মন্ত্রী হবেন, তা নিয়ে বিজেপির অভ্যন্তরে গুরুতর মতবিরোধ দেখা গিয়েছিল। গত মার্চ মাসে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁর অনেক অনুগামীও বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির পুরানো নেতাদের সঙ্গে কংগ্রেস ছেড়ে আসা নেতাদের নানা বিষয়ে মতের মিল হচ্ছিল না। তাই এতদিন মন্ত্রিসভার সম্প্রসারণ করা যায়নি।