আজ নিয়ে টানা ৩ দিন ছ’শোর বেশি আক্রান্তের খোঁজ মিলল বাংলায়। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে ৬৪৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৮১৯ এ। বর্তমানে দিন প্রতি কোভিড টেস্টের সংখ্যা ১০ হাজারের গণ্ডি পেরোলেও, এক সপ্তাহ আগে পর্যন্তও গড়ে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো আক্রান্তের খোঁজ মিলছিল রাজ্যে। ৩০ মে ৯৩৪৬ টেস্ট করে ৩১৭ জন এমনকি মাত্র দশ দিন আগেও ১০,৩৩০ টেস্ট করে ৪৪১ জন আক্রান্তের খোঁজ মিলেছিল রাজ্য।
স্বভাবতই টেস্টের নিরিখে পজিটিভ আসা রোগীদের সংখ্যা কম থাকা কিছুটা স্বস্তিতে রেখেছিল রাজ্যের স্বাস্থ্যকর্তা ও বিশেষজ্ঞদের। কিন্তু, গত এক সপ্তাহে সেই স্বস্তি খানিক উবে গিয়েছে। স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, ‘টেস্টের নিরিখে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি মানে, সাধারণের মধ্যে রোগটা ছড়াচ্ছে। যেটা চিন্তার। আমাদের আশঙ্কা, আগামী দিনে এই সংখ্যা আরও অনেকটাই বাড়বে।’
তবে, একই সাথে বাংলায় দেখা গেছে আশার আলোও। কারণ গত ২৪ ঘণ্টায় ৫০৯ জন রোগী করোনাকে হারিয়ে সুস্থও হয়ে উঠেছেন এই বাংলায়। ফলে এখন রাজ্যে মোট সুস্থ মানুষের সংখ্যা ১৩০৩৭ জন। একইসঙ্গে বর্তমানে বাংলায় অ্যাক্টিভ কোভিড রোগী ৬০৮৩ জন এবং সুস্থতার হার ৬৫.৭৮ শতাংশ।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়টি সম্প্রতি উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যেও। নবান্নে সাংবাদিক বৈঠকে আক্রান্তের সংখ্যার পরিসংখ্যান পেশ করে মুখ্যমন্ত্রী ২ দিন আগে বলেন, “এখন আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। আসলে প্রচুর লোক যাতায়াত করছে। জনসংখ্যা বেশি, ঘনবসতিপূর্ণ এলাকায় নানা মানুষ বাস করেন। বাইরে থেকেও বহু মানুষ এসেছেন। সবাইকে নিয়েই আমাদের থাকতে হবে। সবাইকে বলব, সুস্থ থাকুন, ইমিউনিটি বাড়ান। মাস্ক পরুন, সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখুন, ঠিকঠাক খাওয়াদাওয়া করুন।”