গত সপ্তাহেই শরীরে করোনা ধরা পড়েছিল রাজ্যের দমকলমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সুজিত বসুর। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সূত্রের খবর, সুজিত বসুর অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তিনি ডায়াবেটিক পেশেন্ট হওয়ায় তাঁর উপর বিশেষ নজর রাখছেন চিকিৎসকরা। সূত্রের খবর, চিকিৎসকদের কাছে তিনি শ্বাসকষ্টের কথাও জানিয়েছেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা চলছে তাঁর।
এদিকে, উদ্বেগ আরও বাড়ল নবান্নে। নিরাপত্তারক্ষীর শরীরে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কল্যাণবাবুর বাড়ির এক নিরাপত্তারক্ষী। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কল্যাণবাবুর নিরাপত্তারক্ষীর কোভিড ধরা পড়ার পরই নিয়ম নেমে সপরিবারে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সাংসদ। বৃহস্পতিবার সকালে তাঁর এবং পরিবারের অন্য সদস্যদের লালরসের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হরিশ চ্যাটার্জি স্ট্রিট-সহ কালীঘাটের কয়েকটি জায়গায় সম্প্রতি বেশ কয়েক জনের মধ্যে সংক্রমণের ঘটনা ঘটেছে। ওই এলাকার অতি ঘন বসতিপূর্ণ এলাকাতেই সংক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে।